
ঝরে যায়
ঝরে যায়
-তমালী বন্দ্যোপাধ্যায়
ঝরে যায়…ঝরে যায়।
ঝরে পড়ে ফুল, পাতা,চাঁদের আলোক।
ঝরে যায় পাখীর পালক।
বৃষ্টির ফোঁটা হয়ে মেঘ ঝরে।
গান থেকে সুর ঝরে।
শব্দেরা কথা হয়, ঝরে পড়ে কবিতায়।
মন থেকে স্মৃতি ঝরে,
প্রতিদিন একটু একটু করে।
ঝরে যায় বিশ্বাস।
ঘৃণা হয়,ঘৃণা হয়।
মুঠোভরা আনন্দ ঝরে পড়ে চেতনায়।
চক্ষের জল ঝরে বিষাদের আঙিনায়।
সময় ও তো ঝরে যায়।
সময়ের হাত ধরে ঝরে যায়,
জীবনের এই বেলা।
সোনাঝরা দিনগুলো ডেকে যায়।
ঝরে পড়া সুখগুলো স্মৃতি হয়।
স্মৃতি হয়…স্মৃতি হয়।
ঝরে যাওয়া ব্যথাগুলো ছুঁয়ে থাকে মনে।
ভালোবাসা কাঁদে হাসে বুকের গহনে।
তারপর একদিন যাবার সময় হলে,
নীরবে, কিছু না ব’লে,
দেহ থেকে প্রাণটাও ঝরে যায়।
ঝরে যায়…ঝরে যায়।।


4 Comments
Anonymous
দারুন ব্যাপার,
Anonymous
অনেক ভালোলাগা
জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী
বাহ
Anonymous
অনেক ভালোলাগা