আমার চুপকথারা
-পাপিয়া ঘোষ সিংহ
পুরুষ তোমার সুঠাম দেহখানি-
দিব্যি খুলে রাখো হাটের মাঝে,
আমার বেলা আবরণে ঢাকা–
ফাঁক- ফোঁকড়েও গিলছো দৃষ্টি হেনে।
বিধাতার গড়া তোমার কাঠামোটি
শৌর্য-বীর্যের প্রতীক সম খাড়া।
আমার দেহের বিভিন্ন খাঁজ জুড়ে
যন্ত্রণাদের নিত্য ঘোরাফেরা।
বুকের পাহাড় ভেদ করে দেখেছো?
বইছে সেথা অথৈ ফল্গু ধারা,
চুপকথারা বেড়োতে চায় ঠোঁটে,
সেথায়ও তোমার বিষাক্ত দংশন।
আমার দেহের যত সুধারস
হুল ফুটিয়ে নিচ্ছো নিতি শুষে,
আমার দু’চোখ কানায় কানায় ভ’রে,
হৃদয় সাগর উথাল-পাথাল ঢেউয়ে
ভাটার টানে মনের চুপকথারা।।