Site icon আলাপী মন

যদি মনে পরে

যদি মনে পরে
-সীমা চক্রবর্তী

 

 

আমায় যদি কখনো মনে পড়ে
চিলেকোঠায় একটা প্রদীপ জ্বেলো,
নিত্যদিনের হাজার কাজের ফাঁকে
মিথ্যে করেই একটু বেসো ভালো।

হলোই বা তোমার অন্য কেউ প্রিয়
স্বপ্নে না হয় আমায় সাথে নিও,
আছে যতো রোজের বাস্তবতা
ক্ষণিকের তরে ভুলেই না হয় যেও।

দেখিনি তোমায় বহু যুগ হলো
তবু বন্ধ চোখে তোমার মুখটা ভাসে,
তোমায় ঘিরে আমার অনুভূতি
সবুজ হয়ে লুটায় নরম ঘাসে।

প্রথম যখন তোমায় দেখি আমি
তখন তুমি কলম নিয়ে হাতে
কাটছিলে দাগ হাজার হিজিবিজি
একা তুমি কেউ ছিলো না সাথে।

হয়তো ছিলো অশান্ত তোমার মন
একবার শুধু দেখলে নয়ন তুলে,
সেই ক্ষণটা ভাবলে পরে আজও
নশ্বর এই জীবনটা যাই ভুলে।

এক দেখাতেই অনেক প্রতিশ্রুতি
পাঠিয়েছিলে পাখির ঠোঁটে ভরে,
নামটা জানার হয়নি তো অবকাশ
হারিয়ে গেলে কোথায় হঠাৎ করে।

তোমার সাথে চাঁদের কথা হতো
মেঘ বৃষ্টিও তোমায় ভালোবাসে
আজও যখন তাকাই আকাশ পানে
দেখি তোমার মুখ চাঁদের ঠিক পাশে।

তোমায় ভেবে কবিতা লিখি রোজ
হোক না তোমার অন্য কেউ প্রিয়,
বাস্তবে তুমি নাই বা থাকলে কাছে
স্বপ্ন রাজ্যে আমায় সাথে নিও।

Exit mobile version