অপরাধ লিখতে থেকো অনন্তকাল…

অপরাধ লিখতে থেকো অনন্তকাল…

-অমল দাস

 

 

দোষ গুণ ভাগ সব ধূলো মেখে আলনায় ঝুলছে

ডিটারজেন্টে ধুয়ে অভিযোগের দড়িতে টাঙিয়ে রাখো

রোদ লাগিয়ে যখন দু’হাজারি নোটের মত ফিরবে

চিত্রগুপ্তের রাজ্যপাট উৎখাত করে তোমায় বসাবো

তুমি অপরাধ লিখতে থেকো অনন্তকাল…

 

অভিযোগ থাক! বা না থাক প্রমাণ  

শতক ধরে শীত দুপুরে লেপ চাদরে বিচার রেখো

ভাবাবেগের অনর্থক আঁকা জলছবিতে

নোনা জলের মলিনতায় কাজলের আস্তরণ হবে

দুঃসাধ্য কষ্টের কাঠগড়া পাঁচিল ভাঙবো না,

নির্বাক চেয়ে রবো..!

তুমি আমার অপরাধ লিখতে থেকো অনন্তকাল…

 

নির্বাসনে যাওয়ার আগে রক্ত কণাগুলি নিংড়ে নিয়ে 

তোমার দোয়াতে যথাসম্ভব কালি ঢেলে যাবো

তুমি ল্যাবটেস্টে দেখে নিও বিষাক্ত জীবাণু আছে কিনা

ভেবো না! ছাঁকনিতে ছেঁকে দেবো

কোন রক্তবীজ মাটি ফুঁড়ে না আসে আমার অবর্তমানে।

আমার মৌন প্রতিবাদে প্রভাবিত

কিন্তু দোষ! তুমি নিশ্চিত নও..   

তবুও তুমি অপরাধ লিখতে থেকো অনন্তকাল…

 

 

 

Loading

4 thoughts on “অপরাধ লিখতে থেকো অনন্তকাল…

  1. অপরাধের খতিয়ানে নাই বা থাকলো কথা
    নীরব অভিমানে ধূসর হয়ে গেছে সব ব্যথা
    অতন্ত্র প্রহরায় স্বপ্নেরাও ছেড়েছে আজ সাথ
    মনে আছে শুধু বিশ্বাস-ভরসা রাখা দুই হাত।
    …শুভ সন্ধ্যা

    1. বন্ধু আপনার মন্তব্যে আমি আপ্লুত । অশেষ ধন্যবাদ।

    2. অভিযোগ এমনই একটা ব্যাপার, যখন তৈরী হয়, স্থান কাল পাত্র এমন কি কোনো যুক্তি ও মানে না। কারন ছাড়াই তৈরী হতে থাকে মিথ্যে অভিমান আর অভিযোগএর লিস্ট লম্বা হতে থাকে। চরম বাস্তব, খুব ভালো লাগলো…

Leave A Comment