অপরাধ লিখতে থেকো অনন্তকাল…
-অমল দাস
দোষ গুণ ভাগ সব ধূলো মেখে আলনায় ঝুলছে
ডিটারজেন্টে ধুয়ে অভিযোগের দড়িতে টাঙিয়ে রাখো
রোদ লাগিয়ে যখন দু’হাজারি নোটের মত ফিরবে
চিত্রগুপ্তের রাজ্যপাট উৎখাত করে তোমায় বসাবো
তুমি অপরাধ লিখতে থেকো অনন্তকাল…
অভিযোগ থাক! বা না থাক প্রমাণ
শতক ধরে শীত দুপুরে লেপ চাদরে বিচার রেখো
ভাবাবেগের অনর্থক আঁকা জলছবিতে
নোনা জলের মলিনতায় কাজলের আস্তরণ হবে
দুঃসাধ্য কষ্টের কাঠগড়া পাঁচিল ভাঙবো না,
নির্বাক চেয়ে রবো..!
তুমি আমার অপরাধ লিখতে থেকো অনন্তকাল…
নির্বাসনে যাওয়ার আগে রক্ত কণাগুলি নিংড়ে নিয়ে
তোমার দোয়াতে যথাসম্ভব কালি ঢেলে যাবো
তুমি ল্যাবটেস্টে দেখে নিও বিষাক্ত জীবাণু আছে কিনা
ভেবো না! ছাঁকনিতে ছেঁকে দেবো
কোন রক্তবীজ মাটি ফুঁড়ে না আসে আমার অবর্তমানে।
আমার মৌন প্রতিবাদে প্রভাবিত
কিন্তু দোষ! তুমি নিশ্চিত নও..
তবুও তুমি অপরাধ লিখতে থেকো অনন্তকাল…