Site icon আলাপী মন

কলির অলি

কলির অলি

-তোফায়েল আহমেদ

সৃষ্টির ডালে এখন অবারিত
দৃষ্টি হাসে,
আম্রফুলগুলো অনেক ব্যস্ত
ভ্রমরার চাষে।

ফাগুনের আগুন খেলা চলে
সবুজে নাচে,
জীবনের স্নিগ্ধ স্বাধ মিটাতে
অলি কলি বাছে।

কলিগুলো সব ডানা ঝাপটে
অলিকেই ডাকে,
ভালো যদি লাগে তাকে মনে
তবেই বসে শাখে।

সব কলির ভাগ্যে আবার
অলি জুটেনা,
অলি ও সব কলির অয়োব
জড়িয়ে ধরেনা।

প্রতি বছরে একবারইতো
বসন্তকাল আসে,
কোকিল কোকিলাকে ডাকে
পেতে তার পাশে।

কলির অলির মিলন কালে
ওষ্ঠে মধু চুষে,
মনের জ্বালা মিটায় তারা
আষ্টে পিষ্টে বসে।

ভালোবাসারা ঐ বাসা বাঁধে
বসন্তের কাঁধে,
কেহ আবার হিংসা করে
ফেলে তাদের ফাঁদে।

কত ফুল ফুটেনা অবহেলায়
অযথাই মরে,
কেহ তাদের খবর নেয়না
আসে না ঘরে।

কেহ আবার মধু খেয়ে বিদায়
স্বার্থ উদ্ধার করে,
বলেনা কথা রং নাম্বার বলে
ফেলে বালু চরে।

ফাগুন হাসুক হাসবেই স্বভাবে
সবুজের বুকে,
সবুজ যেন না ভোগে অবিচারে
ফাগুনের শোকে।

Exit mobile version