Site icon আলাপী মন

চাই বিপ্লব

চাই বিপ্লব
-শিবব্রত গুহ

 

 

গোটা পৃথিবী জুড়ে,
এখন চাই বিপ্লব,
এই পৃথিবীর এক শ্রেণীর মানুষ থাকবে সুখে,
আর এক শ্রেণীর মানুষ কষ্টে জীবন কাটাবে,
এর প্রতিবাদে চাই বিপ্লব।
ধনীদের সম্পদ বাড়ছে,
দিনকে দিন,
গরীব মানুষের পেটে নেই অন্ন,
নেই কাজ,
এর প্রতিবাদে চাই বিপ্লব।
অসহায় মানুষের ওপর সবল মানুষের অত্যাচার বাড়ছে আর বাড়ছে।
এভাবে পারে না চলতে সমাজ,
এর প্রতিবাদে চাই বিপ্লব।
সারা পৃথিবী আজ বেকার সমস্যায় ভুগছে,
চুরমার হয়ে যাচ্ছে বেকারদের আশা,
এর প্রতিবাদে চাই বিপ্লব।
নারীদের প্রতি অন্যায় অত্যাচারের আজ নেই কোন শেষ,
এর প্রতিবাদে চাই বিপ্লব।
মানুষের বিবেক আজ মৃত,
তাকে জাগাতে চাই বিপ্লব।
সারা পৃথিবীর সব শোষিত, দরিদ্র, নিপীড়িত মানুষ আজ এক হও, এক হও,
আর মুক্তকন্ঠে জোর গলায় বলো,
চাই বিপ্লব,
চাই বিপ্লব,
চাই, চাই, শুধু চাই বিপ্লব।

Exit mobile version