কবিতা

বাতিল ওয়ালা

বাতিল ওয়ালা
-অযান্ত্রিক

 


বহুবার সেজেছি বাতিল ওয়ালা, পুরোনো কাগজ,গ্লাস,ভাঙা শিশি,
বুকে ফাটা অপমান কলসী, না বলা লজ্জা,ভুলঠিক বোঝা দুরন্ত সালিশি।
ঘুরেছি মনের পাড়ায়, হেঁকে হেঁকে যা কিছু বাতিল,সব কিছু নেবো বলে,
জানলার পর্দা স্মৃতিমুখ, সুধায়,”ওহে পুরোনো অভিমান কি বাতিলের দলে।

হয়তো আরশিনগর ,হয়তো বাড়িখানা ,বিরোহী প্রেমের ফিরে যাওয়া রোদের,
আমি ফেরিওয়ালা, লেনদেনিয়া কাজ,এরথেকে কিছু বেশী বলিনি ওদের।
বলিনি কাঁচের জানলা, নরমে গরমে সাজানো কাঁচাপাকা মনের দেয়াল,
অভিমান পুরোনো হলে ভালোবাসা হয় ,শুয়োপোকাও প্রেমিকপ্রজাতি ।

বাতিলের দলে রাশভারী,মেহতাব রোশন, ছোটো ছোটো ভালোলাগার শ্রেণী,
গ্রাহ্য করেনি মন খারাপি, আর চোখে দেখা, ক্ষনিকের প্রেম জেগেছে যখনই।
ঝুড়ি ভরা কাল ঘাম,ভাঙা শিশি, গ্লাসের গায়েও ঠোঁটের ছাপ স্মৃতি জাতক,
দেখে নিয়ে পরের ক্লাস শুরু করেন,আবার লেনদেনিয়া মনের অধ্যাপক।

সন্ধ্যে জানে কার কখন হয়ে যায় বাতিলের সময়,ভেঙে ফেলে বাড়িখানা,
আবাসিক রঙের রাত ,পোতে খুঁটি বোঝাতে কতদূর নিজের সীমানা।
নজর এড়িয়ে ছলকে পরে পুরোনো বোতল প্রথম বিরহ ভালোবেসে,
অনেকেরই মনের পাড়ায় দুপুর গড়ালে বাতিল ওয়ালা আসে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page