বেঁচে থেকো আলো.
-কৃষ্ণ বর্মন.
সবুজ সবুজ অনুভূতি উপেক্ষিত বারবার;
বঞ্চনার তীব্র প্রদাহে ম্রীয়মান আবেগ;
অজান্তেই হেঁটে যাওয়া আত্মঘাতী পথ;
কবরে কবরে ঘৃণার স্মারক স্তুপ;
পুঞ্জীভূত ক্ষোভের কুঞ্জে
মাতাল মক্ষীর তন্দ্রা যাপন—
মুহূর্তগুলো এভাবেই মৃত্যুর মুখোমুখি বসেও
মিথ্যের প্ররোচনা অস্বীকার করে
সত্য আর সত্যির প্রতিবিম্ব আঁকে
বর্তমানের চোখের তারায়
স্পন্দনে স্পন্দনে নান্দনিক অনুরনন খোঁজে
মনন আর মননশীলতার আতস কাঁচে,
কণায় কণায় সংঘর্ষ অনিবার্য বারবার
তবুও আলো আলোতেই বাঁচে।