Site icon আলাপী মন

কথা ছিল

কথা ছিল
-সৌরভ ঘোষ

 

কথা ছিল-
পাহাড় জয় করে একখানা রডোড্রেনডন পুঁতে দেব,
পাদদেশের পাহাড়ি বাঁশের ডগলা থেকে
আড় বাঁশি করে –
তিস্তার সরু ধারার পাশে
ছোট্ট টিলায় বসে বাজাব।
কথা ছিল-
কোমরে কলসি না থাকলেও
তুমি বেনী দুলিয়ে আসবে।
কথা ছিল-
তিস্তার তীরে নতুন লীলা লিখবে…

সব আলেয়া
হারিয়েছো পালকির শব্দহীন আঁধারে…

বাঁশি তিস্তার জলে,
স্মৃতি হাতড়ে পাহাড় জয়ের সংসাপত্র সম্বল…

Exit mobile version