আজ এই নিঝুম রাতে
-পলি ঘোষ
আজ রাতে সময় দিও নীরবতা নিয়েই ব্যস্ত থেকে তোমার জবাব দেবো ।
আজ খুব খুশি হলাম তোমার চলার পথের ধারে কাছেও আছে সম্পূর্ণ অন্য প্রলেপ মাখা দুচোখ আঁকতে।
এখন থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ঐক্য প্রগতি নিয়ন্ত্রিত উষার ঐতিহ্য অনুযায়ী এটুকু অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে পারি।
ওদাস হাওয়ায় হাওয়ায় ভেসে বাউল গান গাইতে গাইতে পাঠিয়ে দিলাম ভুবন ভরে এক ছোট্ট স্বপন বাদশার কাছে।
এখন ঈশ্বর যদি নিজের থেকে একটু দয়া করে।
আজ মেঘ বালিকা আমায় নিয়ে যাওয়ার পথে ঘাটে হাজার ঐতিহ্য ধারণ করবে বিমানবন্দরের সামনে এসে ।
সত্যিই কি তাই আমার প্রিয় হয়ে উঠছি এক দিগন্ত প্লাবিত করে বুকের গভীরে।
কি মনে করে আমি আজ স্রোতের শেষে একলা আকাশ বৃষ্টি ভেজা রাতে ভাবছি বসে লিখবো তোমায় যত্ন করে এক সুবাসমাখা বসন্ত জাগ্রত খামে মিস্টি এক শব্দের নির্জনতা।
হাজার ব্যস্ততার মাঝেও তুমি কিন্তু অনেক যত্ন করে বেঁধে রেখে মনের মাঝে দিও একটু জায়গা।
এক পার্বত্য পর্বতারোহণ সংঘের পক্ষ নিয়ে বাঁচতে শেখার আশায় আশায় বুক বেঁধে রাখার তরে।
আজ গঙ্গার পবিত্র জলের মধ্যে এক অদম্য মেধাবী কৃতি নিয়ে ব্যস্ত হয়ে মনে স্বপ্ন গুলো সত্যি হয়ে ভেসে যায় আপন বেগে।
আজ শুধুই আমি ভাসবো এক অসহায় হয়ে এক তুমুল পাথর চাপা কষ্ট বুকে জড়িয়ে। সারাটা রাত জাগা পাখি হয়ে এক দিগন্ত অব্দি দৃষ্টি আকর্ষণ করে বলছি কখনোই আমি নির্ভীক সত্যকে স্বীকার করে বুকের গভীরে মোচড়ানো গল্প হবো।
আচ্ছা ঠিক তেমন একজন মানুষকে বিশ্বাস করতে পারবে আমার মনের কাননে রাখবো তবে এই নিঝুম রাতে ভাবুক হয়ে ছুঁয়ে ছুঁয়ে।