ভালোবাসা ও প্রেম

ভালোবাসা ও প্রেম
-তোফায়েল আহমেদ

 

ভালোবাসা তার নিজস্ব গতিতেই চলমান
হৃদয়ের প্রাকৃতিক নিয়মবদ্ধ স্বভাবে,
প্রেম গোপনে ক্রন্দন করে যায় আড়ালে
রসায়নের রসালু পিয়াসের অভাবে।

সৃষ্টির উল্লাসে প্রেমের অবদান অনেক
বপনে সুন্দর মঙ্গল ফসল ফলায়,
ভালোবাসা রড়ঁশির মতই আঁখির পলকে
কাছে ডাকে বুকের শেখর শালায়।

ভালোবাসা যশ সন্মানে চলে নিঁখুত মসৃনে
পবিত্র সত্যায়িত লালিত স্নিগ্ধ বিলাসে,
প্রেম ছন্দ তোলে তনুতে নিভৃত করিডোরে
মোহনায় দলিত মথিত মিলন তালাসে।

ভালোবাসারা বিশুদ্ধ বৈভবে সদাচারণেই
সৌখিন ভদ্রতায় থাকে চিত্ত মগ্ন,
প্রেম উথাল পাথাল ঢেউ তোলে গর্জন করে
তীর ভাঙ্গা চতুর স্বভাবে তীক্ষ্ম।

ভালোবাসা দূর থেকে স্বকীয় প্রিয়কে ডাকে
চেতনার সিদ্ধ পরম নেশার পিরিতে,
প্রেম তার বৈঠার খেলা চালায় মরমী গানের
সুর তোলে বসে নৌকার রঙ্গ গলিতে।

ভালোবাসায় মান অভিমান থাকে সংযমে
ভুল ভাঙ্গে সে নিজেই কলা ছলে,
প্রেমের কোন মান সন্মান অভিমান নেই
সে সুযোগ পেলেই অঙ্গে ঝড় তোলে।

ভালোবাসা ও প্রেম একই ডালের ফুল ফল
সুরভী ছড়ায় হরষে পরশে চমৎকার,
একটির টানে আরেকটি আসে নিমিষেই
তারা যে অবনির সৃষ্টির সেরা উপহার।

Loading

One thought on “ভালোবাসা ও প্রেম

Leave A Comment