কবিতা

অভিমানী প্রেম

অভিমানী প্রেম
-সোনালী কর্মকার

 

প্রাণের মাঝে আছো যে তুমি
যত্নে আঁকা ছবি, রং তুলি দিয়ে
জীবন্ত করি প্রতিনিয়ত।

যেদিন বলেছিলে তুমি
তোমার নেই কোন ভূমি,
নেই কেউ আপন করার,
এমন কেউ নেই যে
স্মৃতিতে বাঁচবে তোমার।

সেদিন কথা দিয়েছিলাম
থাকবো পাশে সবটুকু নিয়েও।
রাখবো তোমায় স্বযত্নে মনের মাঝে
সকাল সাঁঝে।

পায়ের নূপুর রিনিঝিনি বাজে,
তোমার কথায়,লাজে।
ঠোঁটদুটি কম্পিত হয় তোমার কথায়
আপন মনে।
মনের যেখানে আছো তুমি, বসন্ত
সেখানেই বিরাজে,
শুধু তুমি তুমি আর তুমি
তোমার মাঝেই
সকাল সাঁঝে।

তবুও শত কাজে ব্যস্ত যে জন
মন দিলেও কি পাবো মন?
প্রশ্নরা অসহায়,উত্তর খুঁজে মরে
একাকিনী এই বালুচরে।

ব্যস্ত টেলিফোন, ব্যস্ত কথোপকথন
ব্যস্ত দু’চোখ কবিতার খাতায়।
তখন মনে জাগে
সুখের লগন কেন এক নিমেষে
শেষ হয়ে যায়।
হঠাৎ কেন মধুনিশি পলকে
বয়ে চলে যায়।

Loading

Leave A Comment

You cannot copy content of this page