আবাসিক
-অযান্ত্রিক
ওহে আগুনে আবাসিক যদি ফিরে যাই, ভুলে যেও না, কথা রেখো,
কথা রেখো, যেমন হৃদয়ের জমিতে গড়ে ওঠা পাশাপাশি আবাসনে।
বারান্দা থেকে বারান্দায় উড়ে যায় ওড়নার অতিথিরা , দেখো,
যেমন টবে রাখা নয়নতারা নিঃশব্দে ,অরণ্যে ফেরার দিন গোনে।
যদি ফিরে যাই,তুলে নিও শীতলপাটি,গোড়ালি ছুঁয়ে থাকা ঠান্ডা রোদ্দুরে,
সে নেহাত সোহাগী লাউ গাছ, জানে না বানানের ভুল,শুধু ফল চেনে প্রসবে।
উঠোনে ছায়া ফেলে দেখে ,হরিণের শিঙ রূপকি খেঁজুর পাতা,যেমন ভবঘুরে,
বিশ্বাস রেখো ,যদি ফিরে যাই কালিয়াদহ জলে,তাহলেও আবার দেখা হবে।
নেহাৎ শীতের দস্তানা হাতে,উষ্ণতা বুঝে ছুঁয়ে থাকে মানসিক কাঙালপনা,
বিছানার আবেশে নেশা, চশমার বেড়াজালে শুকায় রাতের চিলতে বিপ্লব।
ওহে আগুনে আবাসিক,চলে যাওয়া মনে রাখতে হবে তোমায়,সময় রাখবেনা,
যেমন সাজানো বাগানের নকল ঘ্রাণ সম্বল আবাসন,ছাতে বনসাই রাখা টব।
খোঁজে ইতিহাস, ভিজে মাটি লাঙ্গলের দাগ,বুক যদিও এখনো কান্না প্রধান,
ওহে আগুনে আবাসিক, কুয়াশার সাথে শত্রুতায় চিরকাল বেঁচে থেকো।
নিভে যাওয়া আগুনের কুণ্ডের পাশে ,জড়াজড়ি করে যারা প্রতিদিন ঘুমান,
তারাও সময়ের আবাসিক,যদি ফিরে না আসি,ভুলে যেওনা ,কথা রেখো।