Site icon আলাপী মন

আধাঁরের মুসাফির

আধাঁরের মুসাফির
-সত্যদেব পতি

 

জীবনের কথা অনেক শুনেছি এখনো সেখানে সুবাস পাই যখন একলা থাকি,
ভালোবাসা বুকে নিয়ে কাটাতে চায় গভীর রাত –
নিশ্চল চাঁদের আলো মুগ্ধতা জানিয়ে যায়;
অপেক্ষা করছি সুন্দর সকালের।

ভোরের আলোতে সব কটা শিউলি ঝরে সুন্দর করে ধরনীর মাটিকে;
রাত জাগা রক্তিম চোখে সবকিছুই যেন রক্তাভ লাগে!
সকালের উষা উজ্জ্বল হয় ঠিক,
কোথাও একটা খামতি অনুভব করি।

সৌদাগরের লাল চোখে দেখতে পাই নীল পাখিটা
ছটপট করছে খাঁচা থেকে মুক্তি চায় সেও,
ভালোবাসা বুকে নিয়ে কাটাতে চায় অমসৃণ রাত!
বুকের ক্ষরিত রক্ত জমাট বেঁধে থাকে শীতল রাতের বৈভবে;
কারো জন্য একরাশ রঙিন স্বপ্ন নিয়ে-
কিন্তু সে এসে ও ফিরেছে বহুবার।

কোনো অবচেতন মনে বসন্তের অপেক্ষা করে নিয়ত কাল,
আমার সকালে কখনো আষাঢ়ী মেঘ কখনো শরতের আকাশের ছায়া ঘন বিকেল!
হৃদয়ের মৌতাতে তুলে রাখা স্মৃতির কবিতা –
এ মন কি চিরকাল আঁধারের মোসাফির হয়ে রইবে নাকি সে দেখবে বসন্তের রঙিন সকাল?

Exit mobile version