বন্ধুত্ব বার্তা
-রাণা চ্যাটার্জী
নতুন বছরের সুঘ্রাণ গায়ে মেখে ,
মুখ পুস্তিকায় এলো তোমার বন্ধুত্বের আমন্ত্রণ!,·
অপেক্ষার ডালি সাজিয়েও প্রশ্ন করে মন
“কোথায় ছিলে এতো গুলো মাস ?”
নক্ষত্র ,গ্রহাণুপুঞ্জ,ছায়া পথের কোথায় না
কোথায় খুঁজেছি তোমায় !
বিন্দু বিন্দু ঘর্মাক্ত কপালের সিঁদুর চিন্হ,
আজও আপন উজ্জ্বলতায় অমলিন ।
একবারও মনে কি পড়েনি,এত্ত প্রহর ,দিন, মাস পার করেও অগ্নিসাক্ষী অর্ধাঙ্গিনী কে!
শীতের ভ্রুকুটি উপেক্ষা করে আঁধার রাতে সেই টাইগার হিলে মধুচন্দ্রিমার মধু যাপন!সূর্যোদয়ের অপেক্ষার অবসানে তোমার হাতের উষ্ণতা,আজো ভাবলেই ওষ্ঠভেজায়।
নববধূর সেই রঙিন অনাবিল মুহূর্ত,পাগল প্রেমে মত্ত অগোছালো সিঁথি,লাজুক ছবির দামাল দাপট ল্যাপটপময়,ডিলিট করলেও
বড়ো জীবন্ত,গিলে খেতে আসে ।
গভীর মধ্যরাতে একাকীত্ব ,শির শিরানি ধরায় শিরায় শিরায়,শব্দ শুনি পাতা খসার!
অগুনতি পাতার ভিড়ে আমার স্বপ্নভঙ্গ,
পর্ণমোচি তকমায় বাঁচি আগামী ভ্রূণে।
নিঝুম রাতে খোলা ছাদের দুষ্টু বাতাস,
তোমার আঁকিবুঁকি খেলায় মত্ত,উত্তাল করে
আমার শরীরী খিদে!
একটা ভুল বার্তা,জন্ম জন্মান্তরের প্রেমিকার দুর্ঘটনার খবরে,
শোক বিহ্বল বাচ্ছার মতো,তোমার সঙ্কট দিনের অতন্দ্র প্রহরী হয়ে আমার আবির্ভাব,সে সব উপেক্ষা করে চলে গেলে এক লহমায় অভিকর্ষ টানে!
পেয়েছো কি খুঁজে সেই সোনার হরিণী কে !?
পরিকল্পনার মিথ্যা খবরে যাকে সরিয়ে দেওয়া হয়েছিল তোমার দুনিয়া থেকে।
আজো সে বাঁচে,ভিন শহরে নতুন স্বপ্ন বুকে,
তোমাকে ভালো রাখার প্রতিশ্রতি
ছিনিয়ে আমার থেকে !
মুখ পুস্তিকায় তাজা আপডেট ,প্রেমিকার ছবি বাড়ায় তোমায় অ্যাড্রিনালিন ক্ষরণ প্রবাহ ।
তবুও তাকে পাবার দুরন্ত খোঁজে আশাহত, তোমার ফিরে আসার ‘বন্ধুত্ব বার্তা’
নতুন আশায় প্রাণ সঞ্চার করে ।