Site icon আলাপী মন

মধুর সাঁঝ

মধুর সাঁঝ
-অমিতাভ সরকার

তুমি সময় দিলে না বলে মেঘগুলো গোমড়ামুখো থাকলো। নদী পারের শান বাঁধানো কেদারায় বসে মরাল মরালির জলকেলি দেখতে দেখতে সাঁঝ নেমে এলো। আকাশে আগাম পূর্ণিমার চাঁদ।

চুপিসারে পিছন থেকে এসে চোখ দু’টি চেপে ধরলে। তোমার উষ্ণতায় উদাস থেকে সম্বিতে
ফিরে হাত দু’টি চেপে ধরলাম, একরাশ হাসি অজান্তেই তোমার মুখটা আকাশের মত মনে হল।

অবলীলায় তোমার ঠোঁট দু’টো আমার কামান গালে ছবি এঁকে দিল, মনে হলো দোলের প্রাক্কালে নিঝুম সাঁঝের মোহময় সময়ে তুমি নিঝুম প্রতীক্ষা-র সমাপ্তি ঘটালে।বললে ‘তুমি আমার’। জোনাক
হাসলো।

Exit mobile version