Site icon আলাপী মন

৭-ই মার্চ-

৭-ই মার্চ
-তোফায়েল আহমেদ

৭- ই মার্চ এমন একটি প্রেরণার দিন ছিল
বাঙালী জাতি মনে রাখবে,
সারা জীবন ইতিহাসের পাতায় এই দিনটি
আমরণ অব্যয়ে থাকবে।

লক্ষ -লক্ষ লোকের সমাগমে মুখরিত ছিল
স্মরণীয় রেসকোর্স ময়দান,
জাতির পিতার মহান উজ্জীবিত ভাষণ শুনে
শুরু হয়েছিল স্বাধীনতার স্লোগান।

ঊর্ধ্ব অঙুলী তুলে দরাজ কন্ঠের সাহসী ত্যজী
ভাষণে রক্তে লেগেছিল আগুন,
মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার করল
সব বাঘা বাঙালী তরুণ।

সব শ্রেণীর মানুষ মুজিবের ঘোষনায় জাগ্রত
করতালিতে করিলো পণ,
রক্ত দিয়েছি আরো দিব এ দেশ ও মানুষকে
মুক্ত করে ছাড়ব, হস্ত তুলিল জনগন।

৭ই মার্চের সংগ্রামী অমৃত গর্জিত ভাষণ চিরদিন
থাকবে বাঙালী বুকে বহমান,
স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন হাজার বছরের
শ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবুর রহমান।

Exit mobile version