Site icon আলাপী মন

বন্ধু হয়ে এসো

বন্ধু হয়ে এসো
-চিন্ময় মহান্তী

 

অনুরাধা তুমি সুখী নেই
তবুও কত সহজেই দুঃখগুলোকে আড়াল করো–
সফেদ মুখের মায়াবী আড়ালে ।
মেজাজী উত্তরগুলো তোমার তেমনই রয়েছে
যেমনটা ছিল তেরো কি চোদ্দ বছর আগে,
সেদিন মেজাজের উপর ভালবাসার প্রলেপ ছিল
আজ আছে শুধু গহীন দুঃখের প্রলেপ।
তোমার চাহনির মধ্যে কতো আত্মবিশ্বাস ছিল সেদিন
আজ সেগুলো সব ফিকে আর ধোঁয়াশা।

অনুরাধা তুমি সুখী নেই
গোধূলির কনে দেখা আলোয় তোমার সেই রূপঔজ্জ্বল্ল্য
আজ অস্তাচলের দিগন্তে অপেক্ষমান।
তবুও মেকাপের আড়ালে কত সহজেই লুকিয়ে রেখেছো
তোমার রূপের বার্ধক্য গ্রাসের প্রতিটি চিহ্ন ।
মৃত ভালবাসার শ্মশান হতে হাতছানি দিয়ে বলি
প্রেমিকা নয় বন্ধু হয়ে ফিরে এসো অনুরাধা ,
তুমি পারোনা! একবার এগিয়ে তারপর চলে যাও–
শত যোজন দূরে! চোখের আড়ালে লাজুকতার কুটিরে ,
তবুও এ হৃদয় আহ্বান করে বলে বারে বারে —
প্রেমিকা নয় অন্তত বন্ধু হয়ে ফিরে এসো অনুরাধা
বন্ধু হয়ে ফিরে এসো !

Exit mobile version