Site icon আলাপী মন

ভালোবাসি

ভালোবাসি
-বিপত্তারন ঘোষাল

 

তুমি বলেছিলে, বকুলকে ভালোবাসো..
তুমি এও বলেছিলে, বসন্তের বাহুডোরে..
পলাশের গন্ধে মিশে গেছো।
তবে যতক্ষণ চলবে,তোমার নিঃশ্বাস…
মনে রবে আমারে,মনে রবে…
আমার ভালোবাসা,আমার বিশ্বাস।
যেটুকু সময় আমার ছিলে…
যেটুকু সঞ্চয়ে রেখেছিলে,
আর কিছু নয়!
শুধু সেই মুহূর্তসব ফিরিয়ে দিও।
ধরে নিও সেদিনের লম্পটটা,
তোমার কাছে,আবারও ভিক্ষে চাইছে।
হতে পারে তুমি সেদিন…
নিজেকে শুধরে নিতে চেয়েছিলে,
বর্তমানের পথ ধরে,
অতীতকে দূরে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলে!
আসলে সত্যি কথা বলতে,
যে দূরের, সে দূরেই যায় সরে।
তবে বিশ্বাস করো আজও ভীষণ,
কষ্ট হয়,আপশোস হয়!
বসন্ত কী খুব ভালোবাসে তোমারে?

Exit mobile version