মুখে স্বাধীন আমারা

মুখে স্বাধীন আমারা
-সানজিদা শোভা

 

আমরা নাকি স্বাধীন বাঙ্গালী…
হাক পাকিয়ে বলে ফিরি…
ঐ যে খালা ফুটপাতে থাকে তাহার কাছে জানতে চাইলুম স্বাধীনতার মানে..
বললেন তিনি সে আবার কি?

নুন আন্তে মোর পান্তা ফুরায়..
ভাতের জন্য থালা পাতলে দূরছাই করে বেরায়…
ওসব এর মানে আমি জানিনা
আমার কাছে স্বাধীনতা বলে কিছুই হয়না,
দু’মুঠো ভাত আর মাথা গোঁজার ঠাঁই পেলেই হলো।

ঐ পার্কে ছোট্ট খুকি,
খুকি বললে ভুল হবে
পা দিয়েছে ১৪ কিংবা ১৫ হবে…
জানতে চাইলাম তাহার কাছে,
সুধালো সে..
রোজ থাকি ভয়ে ভয়ে..
একে বুঝি স্বাধীনতা বলে?
উল্টে প্রশ্ন ছুঁড়লো আমার পানে।

বড়লোকের ছেলে মেয়ের কাছে শুধালুম স্বাধীনতার মানে…
উত্তর শুনে বোকা বনে।
তাদের কাছে স্বাধীনতা মানে, 

মার্চ মাসের ঐ পাঁচ-দশ টাকার পতাকা কিনে দেশের নাম গেয়ে ফেরা…
পতাকার রঙ্গে রঙ মিশিয়ে শাড়ী পড়া,
হট্টগোল আর আড্ডাবাজী।

রাজনৈতিক নেতার কাছে প্রশ্নটা আর নাইবা করলাম
তাহারাই তো দেশটা বেঁচে ফিরে লাঠে তোলে…
স্বাধীনতা বলে কিছুই নেই, আসলে আমরা সবাই মুখে স্বাধীন…
অন্তরে বাঁধা পরাধীনতার শিকল আর লৌহ তালা।

Loading

Leave A Comment