কি ঝামেলা !

মরীচিকা

-সোনালী মণ্ডল আইচ

 

একলা দুপুর পায়রা ওড়া একটা ছাদ
জল ছাড়া ডুব যত পারিস এখন কাঁদ
ভিজুক ডানা।

জানোই তো অবুঝ মন খুড়োর কল
লেজ খসা ব্যাঙ চায়না জল
লম্বা লাফ।

গাড়ির দুষণ ঐ যে শুয়ে মোরাম পথ
অঙ্গভূষন রিনিঝিনি একই গৎ
কি সুর বাজায়?

দুয়ারে পথিক ,ঠোঁট বলে “হাত জোড়া “
মিথ্যা শুনে আঁতকে ওঠে পায়ের তোড়া
কি ঝামেলা
মরুভূমির ভীষণ ওম লুকায় কোথায়
ফল্গু নদী কেন শুকায় বালি ওড়ায়
পিপাসা পায় …

Loading

Leave A Comment