যন্ত্রণা

যন্ত্রণা
-তমালী বন্দ্যোপাধ্যায়

 

সুখ, আনন্দ বাড়াতে চাও?
সবার সঙ্গে ভাগ করে নাও।
সবার সঙ্গে মাতো আনন্দে আর হুল্লোড়ে।
দেখো তোমার সুখটি কেমন যায় বেড়ে!

দুঃখ, বেদনা কমাতে চাও?
সেটাও তবে ভাগ করে নাও।
মনের কথা বলে তুমি হাল্কা হবে।
দুঃখ খানিক পালিয়ে যাবার পথটি পাবে।

কিন্তু তোমার শরীরজুড়ে ছড়িয়ে পড়া যন্ত্রণা ?
বুঝিয়ে দেবে তুমি মানুষ,মোটেই তুমি যন্ত্র না।
শিরা ধমনী চুঁইয়ে পড়া ভীষণ সে এক যন্ত্রণা,
সেটা তোমার শুধুই একার,অন্য কারোর কক্ষনো না।

হৃদয় ফুঁড়ে, মনটি জুড়ে ছড়িয়ে পড়া যন্ত্রণা ?
মনের ক্ষতের ভীষণ ব্যথা বুঝিয়ে দেবে,
এটাও তোমার, অন্য কারোর কক্ষনো না।

ক্ষতবিক্ষত হতে থাকা,
সেই তুমি, একা, শুধুই একা।।

Loading

Leave A Comment