পতঙ্গ

পতঙ্গ….
-কৃষ্ণ বর্মন

 

বিহঙ্গের সাথে বৈরীতা নেই
অথচ রয়েছে ঈষৎ ঈর্ষার শীতল স্রোত।
পরশ্রীকাতর পাখনা তাই ডানা ছিনতাই করতে চেয়েছে বারবার,
আকাশ ছুঁতে পারেনি বলে
মাটিকেও মাটি বলে স্বীকার করেনি কখনো।
অঙ্গে অঙ্গে পতিত ভাবনার সহবাস।
একটা পচন ক্রমশ ছড়িয়ে পড়েছে
মস্তিষ্ক হৃদয় শিরায় উপশিরায়।

আলোর আল বেয়ে মুখ গুঁজে চলতে চলতে
হঠাৎ উড়ুক্কু ইচ্ছে পাখনা মেলেই
মুখ থুবরে পড়েছে অন্ধকূপে।
এলোমেলো পথ আর ঝাপসা দৃষ্টির
অগোচরে একটা তীব্র অর্ন্তদাহ
অন্তরে অন্তরে অন্তরকে বনান্তরের ব্যবধানে 
মনান্তর ঘটিয়ে দিয়েছে অন্তিম রায়দানের মুহূর্তে।
আকাশটা তাই আপন হয়ে উঠতে পারেনি।
আপন পাখনাটাও আকাশ হতে পারেনি।
বিহঙ্গের সাথে প্রকাশ্যে বিরোধ বা বিবাদ না করেই
পঙ্গুত্বকামী পতঙ্গ তাই বিরাগে বীতশ্রদ্ধায়
অঙ্গে অঙ্গে বিষের চাষ করে চলেছে
একদিন সমস্ত শিষ্টাচার আর সৌজন্য লঙ্ঘন করবে বলে।

Loading

Leave A Comment