ভৈরবী
-অমিতাভ মণ্ডল
একটি আলোর ফোটা কপালে লাগুক
একটি প্রভাত হয়ে খুলে যাক দিক
একটি দিনের শুরু জানালা খোলায়
একটি পথিক কেউ গান তুলে নিক।
একটি কাশের ফুল হৃদয় দোলাক
একটি প্রথম-দেখা হয়ে থাক, কবি
একটি সুরের ঢেউ ছাপিয়ে উঠুক
জীবন শুরুর পথে বাজুক ভৈরবী।
একটি শরণাগত মুমূর্ষু মনের
বাঁচবার আর একবার ইচ্ছে হোক,
আকাশ নদীর কাছে চাইলাম প্রেম
পৃথিবীর কাছে চাই কিছু ভালো লোক।