Site icon আলাপী মন

স্বপ্নের ফেরিওয়ালা

স্বপ্নের ফেরিওয়ালা
-মৈত্রেয়ী ঘোষ

প্রতিদিন দেখি স্বপ্ন
কিছু হারায়, কিছু তোলা থাকে
যা হারালো, তা স্মৃতির গভীরে চলে গেলো
আর যা এখনো সতেজ, সুন্দর–
সেই স্বপ্ন নিয়েই চলতে হয় সামনের পথে
প্রতি মুহূর্তের বেঁচে থাকার রসদ ঐ স্বপ্নগুলো
তাইতো ঐ স্বপ্নগুলোকে বাস্তবায়িত করা চাই।

কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবে রূপায়ণ-
এ এক কঠিন কাজ, চাই বিরাট প্রস্তুতি
চাই সংযম, চাই অধ্যাবসায়,
তা না হলে স্বপ্ন অধরাই থেকে যাবে
তাই তো, ক্রমাগত লালন করে চলেছি স্বপ্নকে
প্রতি পদে আসে বাঁধা, তাও অতিক্রম করতে হয়
জয় করতে হয় চলার পথের দুর্গম সোপান।

আমরা কেউ চিকিৎসক, কেউ শিক্ষক,
কেউ সাহিত্যিক, কেউ বা গৃহবধূ,
প্রত্যেকেই স্বপ্ন দেখি,
তাই তো স্বপ্ন বা লক্ষ্য পূরণে সচেষ্ট প্রাণপণ।
এ প্রান্ত থেকে ও প্রান্তে ফেরি করে বেড়াই স্বপ্ন,
সেই সব বিমূর্ত আশাই আমাদের পূঁজি,
তাদের নিয়েই আমাদের ফেরিওয়ালা সাজা।

সুপ্ত আশাকে বাস্তবতার ছাঁচে ঢালি
তারপর তাকে নিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা
কখনো পসরা বিক্রি হয়, কখনো নয়
তবুও চলতে হয় পথ,অতিক্রম করতে হয় বাঁধা
এইভাবেই কেটে যায় এক একটি জীবন
আসলে জীবন মানেই একটি ‘যাত্রা পথ’
যুগে যুগে অসংখ্য “স্বপ্নের ফেরিওয়ালা”রা
এভাবেই এগিয়ে চলেছে তাদের নিজ নিজ যাত্রা পথে।

Exit mobile version