Site icon আলাপী মন

জাগো হে মানব

জাগো হে মানব
-প্রবীর রায়

 

মোদের গরব মোদের ভারত,বলতে পাইনা ভয়

চলছে আজো পুরুষ রাজ,বলছো আবার জয়!
নির্লজ্জ রীতিনীতি,অপরাধ ও অপরাধী
সে ফাঁদে বন্দী আজো নারী,ভ্রূণকে করো আধি!

নেইতো রেহাই কারোর কোথাও,জোরদার কারবার
ব্যস্ত তোমরা টেলিভিশনে মাতৃত্বের হার!
ধিককার আজ মানুষ বলতে,পরিচয়টাও তুচ্ছ!
সইছে ওরা-সইবেই তো, শিরচ্ছেদ এক গুচ্ছ!
নারীর ব্যথা হৃদে-হাড়ে,বাঁচাও গিয়ে তাকে
নিজের ভালোই মত্ত তোমরা,দূর থেকে সে ডাকে
তোমার দেশের কত যে ঘরে-চলছে দুঃশাসন
খাবার নয় অত্যাচার-দিয়েই চলেছে রাবণ!
খোঁজ কি নিয়েছো-লড়েছো তাদের জন্য!
পরিবর্তন নেই-করবোনা আইন গণ্য!
শুনছো সবি কেন মিছে ভান,চাও পরিবর্তন!
করোনি প্রতিবাদ সাহস করে-ভেঙেছে লাজে দরপণ!
তাই চাইনা-পরিবর্তন,চলছে-চলুক ভারী মজা!
জাগো হে মানব আঁখি খোলো,হস্তে ধরো ধ্বজা!

ওরা পাক স্বাধীনতা-নিজ অধিকার
বাঁচুক ওরাও ভেবোনা নিজেকে হার।।

Exit mobile version