পিছুটান
-অমিতাভ সরকার
কোন অভিমানে একা চলে যাও,
নিশ্চুপ রাজপথ ধরে।
বেশিদূর যেও না একা,
একরাশ সবুজের বুক চিরে।
শিশিরের আবেশ মুখে তোমার,
কুন্তলে সর্বাঙ্গে ফোঁটা ফোঁটা বিন্দু।
ভালোবাসার নিটোল তমাস,
মনে হয় যেন এক রাশ সিন্ধু।
আর যেও না আরো গভীরে,
নীরব ভালোবাসা নীল নীলিমায়-
প্রজাপতি ভ্রমরের আবেশ আছে,
কুঞ্জ থেকে পিছু নেবে অনাবিল ভালোবাসায়।
রাশ রাশ ভালোবাসা কোলাহলহীন এক নেশা,
তোমাকে ফেরাবে না কোন প্রতিধ্বনি।
বিহঙ্গের কলতান গাংচিলের ভোরের আকাশে
ঘোরাঘুরি, অদূরে হলদি নদী স্রোতস্বিনী।
তোমাকে নিজেই ফিরতে হবে,
ওই মায়াজাল ছিন্ন করে।
অফিসের রান্না স্কুলের ঘন্টা-
তোমার আবেগ ভরা সংসার পিঞ্জরে!