আমিও মূর্তি ভাঙতে চাই

আমিও মূর্তি ভাঙতে চাই
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

আমিও মূর্তি ভাঙতে চাই।
আমার কোনো অনুরক্তি নাই
দুঃখ নাই,ক্ষোভ নাই কোনো
দীর্ঘস্থায়ী দীর্ঘশ্বাস নাই
কেবল নৈঃশব্দ আছে
আছে বিষণ্ণতার অশরীরী ভয়
যখন বেণুবনে অন্ধকারে ডেকে ওঠে পেঁচা
নিষ্ঠুর কর্কশ গর্জনে কাঁপে হরিণ-হৃদয়।

খসে যাক ঝরে যাক পাতা কিংবা ফল
ঝলসে যাক স্বপ্নগুলো সব
শুধু পাঁকে পাঁকে অথবা সিঞ্চিত ঝাড়ির জলে
ঘাসে ঘাসে ফুটে থাক ফুল–
আমি জ্যোৎস্নার শরীর থেকে সুতো খুলে নিয়ে
প্রকৃতিকে বুনে দেবো শাড়ি
তারপর ভাঙবো, ভাঙবো মূর্তি সব।

চেয়ে দেখো–সব মূর্তি আমারই
যাকে তোমরা ভাবমূর্তি বলো।

Loading

Leave A Comment