Site icon আলাপী মন

হলদে নাকি লাল গোলাপ

হলদে নাকি লাল গোলাপ
-সুমিতা পয়ড়্যা



সদ্য প্রস্ফুটিত একটি গোলাপ টবের চারা গাছে
রঙটা যে কি বলবো!শুধাই গোলাপ তোকেই;
ফুটেছিস তুই সদ্য সদ্য প্রকৃতির মাঝে—-
হলদে নাকি রক্তের ছিটেতে তুইও হয়েছিস লাল!
একি নিয়তির অগ্নিবলয় শহীদদের রক্তের তাল!
আচ্ছা গোলাপ তুইতো শুধুই হলুদটাই নিতে পারতিস

রক্তের ছিটে ফোটায় নিজেকে কেমন রাঙালি একবারও যদি দেখতিস!
শুনতে পেয়েছিস বুঝি ঐ গর্জনের আর্তনাদ!
সীমান্তপারে কত প্রাণের প্রাণ হারানোর সুতীক্ষ্ণ চিৎকার।

সদ্য ফোটা হলদে গোলাপ তুই রক্তে রাঙানো চৌদ্দই ফেব্রুয়ারি;
ভালোবাসা বাসির সাথে নিয়তি কে এভাবে জড়ালি।
প্রেমিকের মুগ্ধতায় ক্ষতের গভীর লোহিত কণিকা মেলি
মৃত্যুর মর্মান্তিক বন্ধনে তুই কেমনে পৌঁছে গেলি?

অপার সৌন্দর্য্য,অপার স্বপ্নসম্ভার,অপার সূক্ষ্ম অনুভূতি তোকে ঘিরেই গড়ে
আজ তুই বঞ্চিত হয়েছিস বীর শহীদদের রক্ত ঘিরে।
বেদনার রক্তিম আভায় পৃথিবীর হাহাকার——
হলদে গোলাপ রক্তে ভিজে তুই কি হতে চেয়েছিস ভয়ঙ্কর সুন্দর বারংবার!
ফুটেছিস তো ঝরবি বলে নির্জনে একাকীত্বে
বিদায়ী মিলনে সেই তুই এলি শহীদদের বুকে আত্মসমর্পিতে।
হলদে নাকি লাল গোলাপ আজ তুই মুখ লুকিয়েছিস ব্যথার অতলে আচম্বিতে।

রক্তে স্নায়ী হলদে গোলাপ অভ্যর্থনা জানাস তোর উপলব্ধির ভেতরে,
শহীদদের রক্তে রাঙানো লালচে আভায় তৃষ্ণার্ত হৃদয় কি বলে বাইরে!

Exit mobile version