মনের জীবন

মনের জীবন
-তোফায়েল আহমেদ

 

জীবন ভ্রমন করে পৃথিবীতে ক্ষণিকের জন্মে
সৃষ্টির অমোঘ স্বাদ গন্ধে থাকে আশায় বিভোর,
জাগে ছন্দে,রস আনন্দে, কলোরবে কাছে দূর
বাঁশি বাজায় স্বকীয়ে মধুময়ে ব্যথায় হারায় সুর।

সৃষ্টি থেকে জন্মেতে আসে রূপান্তরে যেতে
রূপে রূপে খেলে খেলা, এই খেলনার জগতে,
কত আশা নিরাশা, জয় – পরাজয়ের জীবন
লোভ মোহ স্বার্থের গাড়িতে চলে,নানান ছুরতে।

আপনে আপন চিনে বপনে ফসল ফলায়
স্রষ্টায় কৃতজ্ঞতা সৃষ্টি মিটায় বিনয় প্রার্থনায়,
আশা ঘুরায় ভবিষ্যত কালে, শয়তানী পালে
জীবন অন্ধকারে নিজ হারায়, হীন সাধনায়।

জীবন ভালোবাসা করে উদয়ে চঞ্চল সুখ
কষ্ট পায় ললাট নির্মম অস্তের রক্তিম দোলে,
তবু ভালোবাসা করে যায় জগতের সব প্রাণীকূল
ইহা, অবাক সৃষ্টির স্বভাবের অক্ষয় রহস্য মূল।

জীবনের ভালোবাসা ছাড়া চলেনা ভব যাপন
তাই করে ভালোবাসা আপনে আপন বপন,
মনের মত হলে জীবন হাসে রসের মোহনায়
ছিন্ন যদি হয় স্মরণে আজীবন গোপন রোদন।

জীবন সুন্দর পৃথিবীর অবারিত ফুল সবুজে
ভুবন বিলাসী মন রসিকতার করে কত আয়োজন,
প্রয়োজন ঘুরে বহু দূরন্ত আয়োজনের পিছু পিছু
জীবন কেহ কারো নয় সবাই সবার সুজন স্বজন।

জীবনের তীর ভাঙ্গে গর্জনে, গড়ে তীর অর্জনে
নদীর স্রোতের মত বহমান জীবনের গতি ধারা,
কেহ পথ খুঁজে পায় কেহ মায়া ক্রন্দনে হয়রাণ
সৃষ্টির উল্লাসী জীবন ভ্রমন শেষে অজানা মরা।

Loading

Leave A Comment