Site icon আলাপী মন

সুখ পাখি

সুখ পাখি
-পলি ঘোষ

 

আজ পেপারে দেখলাম একটা সুন্দর পাখি ।

নামটা ঠিক মনে এলো না।

কিন্তু কি সুন্দর একটা নরম আলোয় ভাসতে থাকা কিছু-

এক রঙা মেঘে রাঙিয়ে নিয়ে অনেক কথা যেন আমার কানে কানে বলে যায়। আর তুমি আমার মনের ভিতর থাকা ভালবাসা অনুভব করে খুশি হবে।

এই পথে চলার শপথ করে তুলে ধরার এক নতুন ঊষাকাল।

ঐ নীল আকাশের দিকে তাকিয়ে দেখি হারিয়ে ফেলেছি আমি নিজেই নিজের ঠিকানা।

পাখি উড়ে যায় স্বপ্নের প্রেমের কাব্যের ভাষায় প্রকাশ করে চোখের টানে ছুটে চলে এক গভীর সাগরে।
কি ভাবে কি হবে বলো আমার স্বপ্নে বিভোর নিরন্তর পথচলা।

ঘুমিয়ে পড়ি কেমন করে ভেবে দেখো তোমার আমার ভালবাসার আবেগ অনুভূতি প্রকাশ করে মৃদু হাসির বাঁধভাঙা এক রঙা মেঘে।

ভোরের শিশির কণা রোদের সাথে আজ আমার কবিতায় অশ্রু হয়ে ঝরে আজ বিষন্ন বিস্তারিত মিথ্যা মাখিয়ে সত্যি হবে মনে।

সকাল থেকে রাত পর্যন্ত জেগে থাকা কিছু স্বপ্ন আঁকি ছাড়াই রং তুলি দিয়ে কাঁচের জানালার পাশে ক্লান্ত ছায়া খেলা বসন্তের কোকিল কালো মেঘের মতো চেয়ে।

রাত কাটিয়েছি তোমার আমার মনের মাঝে শিহরন জাগে একবার ভেবে দেখো। আজ বিষন্ন হয়ে মিশেছি আমার স্বপ্নে বিভোর নিরন্তর বিরহ অনল ভেজাই চোখের জলের সাথে।

আজ আমার মনের মতো নগণ্য সাধারণ প্রশ্ন লেখ কোন কিছু করার আগে শুভ্র মেঘের পালক নেই সেখানে বা শুকনো পাতার মতো।

আজ সারাদিন কাজের ফাকে উঠা ছবি তুলে ধরার তৌফিক দিন ধরে বর্তমান কে সাক্ষী রেখে আবীর রঙা মেঘে রাঙিয়ে নিয়ে আমার সুদূর পথের পথিক আমি নিজেই নিজের জীবন দিয়ে শুরু হল নতুন ঊষাকাল পূব আকাশে উড়তে থাকা সদ্য নির্মিত এক রঙা মেঘে ওড়া এক পাখি।

Exit mobile version