আমি নারী
-রেহানা দেবনাথ
আমি নারী
যখন পরি শাড়ি
তোমরা বলো লাগে সেক্সী
যৌবন যেন মার কাটারি!!
আমি নারী
যখন পড়ি সালোয়ার
তোমরা বলো মার ডালা
যেন ধারালো তালোয়ার!
আমি নারী
যখন পরি ছোটো ড্রেস
তোমরা বলো অতি আধুনিক
উচ্ছন্নে যাচ্ছে দেশ!
আমি নারী
যখন মাথায় দিই ঘোমটা
তোমরা বলো ঘরে আহা!
বাইরে বেরোলেই গেঁয়োটা!!
আমি নারী
যখন পরি বোরখা
তোমরা বলো সব ঢাকা
কৌতূহল যদি একটু যায় দেখা!
আমি নারী
যখন পরি জিনস স্কার্ট
তোমরা বলো চিজ হ্যায় মস্ত
নিয়ন্ত্রনে থাকে না হার্ট!!
আমি নারী, আমার প্রশ্ন
কোন পোশাক সু্রক্ষা দেয় নারীর?
তোমরা বলো কোন পোশাক পরলে
ভাববে সবাই আমি মানুষ, নই ভোগ্য শরীর!!