ভালো – মন্দ
-পারমিতা ভট্টাচার্য
বেশ ভালোই তো আছে সবাই মুখ – মুখোশের ভিড়ে ,
কে যে কার মাসতুতো ভাই , ওরা চোরে – চোরে ।
মুখের সামনে ভালো সাজা, পিছন থেকে ছুরি,
বুকের মধ্যে শিকড় বিছায়, বুড়ো বটের ঝুরি।
ভালো সাজার কারখানাতে রঙ মেলানোর ভিড়,
মুখের মধ্যে মিথ্যে হাসি, বুকে ধরায় চিড় ।
ভালো থাকা, ভালোবাসা, ভালো– ভাষার অভাব,
তাই উঠতি ছেলে জীবন তটে হারিয়ে ফেলে স্বভাব।
দিনের আলোয় সব তারারা হারিয়ে থাকে বেশ ,
তোমার চোখের তারায় হয় আমার স্বরলিপি নিঃশেষ।
আমি দিনে রাতে মিলিয়ে চলি রঙ মিলান্তি লেখা,
ভালো থাকার একটাই উপায়, ভালো থাকতে শেখা।
আমি ভালো, তুমিও ভালো, ভালো মনেরই মাঝে,
ভালোর ভালো দেখতে হলে, ভালোবাসো সকাল সাঁঝে ।
আকাশের দিকে চেয়ে দেখো অপলক,
কিছু তারা এখনও জেগে আছে নিস্পলক।
ভালোর পিঠে মন্দ বসে, মন্দের পিঠে ভালো।
আঁধার বলে কিছুই নেই, সবই অভাব আলো।
ভালো আর মন্দ মিশিয়ে গোটা জীবনখানা ,
যা আছে তাই নিয়েই হবে জীবন পূর্ণ ষোলোআনা ।।