Site icon আলাপী মন

রাত জাগা প্রহরী

রাত জাগা প্রহরী
-সোমা বৈদ্য

 

সোনা রবির মিষ্টি আলোয় পাহাড় বেয়ে
ঝর্ণা ঝরে সবুজ গ্রাম বন্দরে।
ভোরের ঐ দোয়েল ফিঙে উদাস সুরে গায় দূরে,

মন ভেসে যায় দূর আকাশে,হালকা বাতাস যায় ছুঁয়ে।
আয় ছুটে আয় জানলা খুলে রাতের স্বপ্ন মুছে ফেলে,

নিবিড় গভীর রাত্রি শেষে চল ছুটে যাই, তোর ঐ দেশে।
দরজা খুলে যখন দেখি ভোর হতে আর অনেক বাকি,

রাত জাগার ঐ পাখির মত প্রহর গুনি
অবশেষে,সূর্য এবার উঠলো বুঝি।
সবুজ ঘাসে মুক্ত ঝরে,মাঝি পাল তুললো বুঝি,
ঐ শোনা যায় কুহুতানে মিষ্টি সুরে কোকিল
ডাকে বসন্তের ডালে।

ঘরে আমার থাকে না মন,যায় ছুটে সে সুদূর দেশে,
হঠাৎ দেখি নীরব সবই তুমিও আছো বুঝি ঘুমিয়ে।
আমি শুধু একাই আছি,

নীরব আঁধাররাতের প্রহরী হয়ে,

Exit mobile version