শান্তিনদীর ঠিকানা

শান্তিনদীর ঠিকানা
-তপন কুমার মাজি

 

অ-খেলা খেলতে বল না আমায়
বিবর্ণ হতে পারবো না আমি,
রূপান্তরিত কিম্বা পরিবর্তনশীল রঙে নয়
পারতো একমুঠো মৌলিক রং এনে ছড়িয়ে দাও ফ্যাকাশে জীবনের আনাচে-কানাচে,

হিজিবিজি রংগুলো ফিকে হতে হতে ফাঁকা হয়ে যায় বলে
স্বপ্নিলের পোক্ত রং মেখে বর্ণিল হতে চাই আমি,
কাঁচা রঙে আঁকা জীবনের সাদা-কালো ছবিদের দিতে ঢেকে–

আমি অ-খেলা খেলে হাতটাকে কাঁপাতে চাই না,
চাই না বাঁকাতে জীবনের সহজতাকে।

ফুলেল ফাগুনের প্রাক্কালে বিকৃত যদি হয়েও যায় কখনো এই মানবরূপ…
অনুতপ্ত চোখের অঝোর শ্রাবণে ধুয়ে নিতে পারবো কি কখনো সেই ক্লেদাক্ত ?

রক্তখেলা যদি খেলতেই হয়
তাহলে জীবনকে ছিনিয়ে নয়
নিজেরই প্রাণকে সঁপে দিয়ে লিখে নেবো রক্তলেখায়
মরণখেলার যাবতীয় হিসেব,
সমষ্টির চেতনায় ব্যক্তিকে রাঙাতে শিখে নেবো পাঠ
শহীদদের ধারাপাতে,

ইতিহাস খুঁড়ে খুঁজে নেবো শান্তিনদীর প্রকৃত ঠিকানা,
খুঁজে নেব মিলন যজ্ঞের শ্রেষ্ঠ মানবতন্ত্র–
যেখানে অবক্ষয়ীরা অনায়াসে খুঁজে পায়
জীবনের মূল স্রোতে ফেরার শাশ্বত মন্ত্র !

Loading

Leave A Comment