Site icon আলাপী মন

সজনে গাছটার নিচে

সজনে গাছটার নিচে
-সুজিত চ্যাটার্জী

 

চল ফিরে যাই
মিঠে সতেরোতে।
সেই সজনে গাছটার নিচে
হিমেল অন্ধকারে,
বসন্ত পঞ্চমী সন্ধ্যায়।

তোর বাসন্তী রং শাড়ির গভীরে
লাজুক কিশোরী কাঁপা মন
আর একবার ছুঁই দুষ্টুমিতে।
আর একবার স্বর্গ সুধা পান করি
আধবোজা চোখে ঘন নিঃশ্বাসে।

সজনে গাছটার নিচে
আজও সাদা ফুল আলপনা,
আকাশে ডিঙি নৌকো চাঁদ
আধফোটা জ্যোৎস্না ছড়ায়।

চল, তোর প্রেম ভেজা আঙুলে
আমার আঙুলের আবেগী প্রেম
শেষবার মিশিয়ে দিই।

আসবি একবার, শেষবার
সেই সজনে গাছটার নিচে,
আসবি ??
আমাদের সেই শনিবারের বারবেলায়।

Exit mobile version