Site icon আলাপী মন

অনেকদিন তাকে দেখিনি

অনেকদিন তাকে দেখিনি
-প্রীতি মান

 

তার সাথে আমার বহুদিনের আলাপ ।
তবে অনেকদিন জানো তাকে দেখিনি ।
সেই স্নিগ্ধ মধুর হাসি,
যেন ঝরনার জলে, অবিরল চলে
মুক্তো ঝরানো জলস্ফূলিঙ্গ
রাশি – রাশি।
তবে আজ যেন মলিন হয়েছে,
হারিয়েছে সুর- তালের ছন্দ ।
জানো–
সবাই বলে তার মধ্যে যেন মা সরস্বতীর বাস,
সারাদিন মত্ত নৃত্যারাধনায়;
তবে আজ সে ঘরের লক্ষ্মী,
সেই দুরন্তপণা
আজ বিলুপ্তপ্রায়।
হারিয়ে গেছে সে
অনেকদিন তাকে দেখিনি —
অনেক খুঁজেছি জানো, কিন্তু খুঁজে পাইনি…

হ্যাঁ গো, কে সে ?

কে জানে ।
তাহলে ! তুমি চিনলে কিভাবে ?

জানিনে ॥

Exit mobile version