আইলার চেয়ে ভয়ঙ্কর

আইলার চেয়ে ভয়ঙ্কর
-সোম

 

মনে আছে সেইদিনটির কথা ?
আইলা ঝড়ে ধুয়ে মুছে শেষ করে দিয়েছিল ,
আমাদের সাধের ঘরবাড়ি !
তবুও সবাই ভালো ছিলো —
পেটে ক্ষিদের জ্বালা চেপে
বৌ-বাচ্চার মুখে হাসির খোরাক যুগিয়েছে

তারপর এলো ভয়াবহ রাজনীতির ঝড়
সেই ঝড়ে গৃহছাড়া, গ্রামছাড়া!
তাতেই হয়েছে পঙ্গু ,তাতেই মরলো কোলের ছেলে ,
সেই থেকে অবলা ওর স্ত্রী ……
কোথায় যেন হারিয়ে গেছে মুখের হাসি
এখন হাসির পরিবর্তে চোখে কান্নার জল !

এত দুঃখ মাঝে স্বাধীন ভাবে বেঁচে থাকার আশা —
তার বুকে ভর করে !
কোন এক অজানা নোংরা পথের ধারে —
গড়েছে বাসস্থান ,যার নাম সমাজ ঝুপড়ি —

এখন বেশ ভালোই আছে ,
অবলা স্ত্রীকে নিয়ে সুখেই আছে !
শুধু বুকের মাঝে কুরে কুরে খাচ্ছে —
ফেলে আসা কৃত্রিম ঝড়ের ভয়ঙ্কর দিনগুলি !!!

Loading

Leave A Comment