কবিতা

অপেক্ষা

অপেক্ষা
-পায়েল সাহু

অনন্ত অপেক্ষার শেষ কবে
ক্যালেন্ডারের পাতা উল্টে যায়,
বছর ঘুরে যায়,
প্রতিশ্রুতি, অজস্র প্রতিশ্রুতি তার
আসবে ঠিক আসবে!
পূরণ হবে গোপন অভিসার।
বছরের পর বছর চলে যায়
রাত বিছানায় ক্লান্ত নির্ঘুম চোখ;
বালিশ ভেজায়।
সহাস্য মুখ পার করে ব্যস্ততার দিন
দীর্ঘ রাত যেন সহস্র ক্লান্তি দিন,
আঁকিবুকি কাটে চোখের পলক,
কল্পনার ভিড়ে ঘুম নামে অজান্তে।

এ যেন মরীচিকা, শুধু টানে নিরন্তর
জল নেই, ছায়া নেই, দগ্ধ প্রান্তর
শুধু রুক্ষ বালিতেই ভরলো আঁচল
মুঠো খুলতেই শূন্য হাতের কোল।

Loading

2 Comments

Leave A Comment

You cannot copy content of this page