(বদলা নয় বদল চাই……..)
দিন বদলের কবিতা..
-কৃষ্ণ বর্মন
বদলা চাইছেন যারা তাঁরা কি নিজেদের বদলাতে রাজী আছেন?
যে বিয়াল্লিশ জন শহীদ প্রাণ হারালো
তাঁরা এমনি এমনি শহীদ হননি।
তাঁরা মাইনাস চল্লিশে কর্তব্য আর দেশপ্রেমের
উষ্ণতা নিয়ে জেগে থাকতেন
যাতে আপনারা নিশ্চিন্তে নিরাপদে
উপভোগ করতে পারেন ঘুমের স্বাধীনতাকে।
তাঁরা দূর্গা পূজা, ঈদ, গুরু নানকের জন্মদিনে
প্রিয়জনের কাছে ফেরেননি
যাতা আপনারা পরিবার পরিজনের সাথে
উৎসব উপভোগ করতে পারেন নির্বিঘ্নে।
মা যখন হাসপাতালে শয্যাশায়ী
তাঁরা ব্যস্ত ছিলেন দেশমাতার শত্রুদের
অন্তিম শয্যা আয়োজনে।
তাঁরা আহত সহযোদ্ধাকে কাপুরুষের মত
পিছনে ফেলে রেখে আসেননি কখনো।
সন্ত্রাসের আক্রমণে নিরীহ মানুষকে
নিজের কাঁধে পৌছে দিয়েছন নিরাপদ আস্তানায়।
সুনামী, ভূমিকম্প কিংবা দূর্ঘটনার চরম বিপদসঙ্কুলতায়
তাঁরা নির্ভয়ে নেমেছেন দুর্গম গিরি কান্তার মরু
কিংবা দুস্তর পারাবারে।
তাঁরা যুদ্ধ করতেন যুদ্ধের জন্য নয়।
তাঁরা যুদ্ধ করতেন শান্তির জন্য।
তাঁরা বুলেট ছুঁড়তেন অহেতুক প্রাণনাশের জন্য নয়।
তারা বুলেট ছুঁড়তেন মাথায় মস্তিষ্কে
জমে থাকা জেহাদ আর সন্ত্রাসকে ধ্বংস করার জন্য।
তাঁরা বদলা চাইতেন না।
তাঁরা বদল চাইতেন।
বদলার বদলে বদলার মৃত্যু উপত্যকাকে
শান্তির স্বর্গোদ্যানে রুপান্তরের স্বপ্ন দেখতেন তাঁরা।
আজ যারা তাঁদের মৃত্যুতে বদলার ধোঁয়া তুলছেন
ট্রেনে, বাসে, ফেসবুকে, টিভির পর্দায়
তাঁরা নিজেদের বদলাতে রাজী আছেন তো?
কাল থেকে নিশ্চয়ই আপনারা সকলে
সৎ আর সত্যনিষ্ঠ থাকবেন
পরিবারে, সমাজে, কর্মস্থলে, দেশের প্রতি।
নিশ্চয়ই ভারতের কোথাও টেবিলের তলায় হবে না লেনদেন,
আড়ালে আবডালে হত্যা করা হবে না কন্যা ভ্রণকে,
বৃদ্ধা মা বাবা বৃদ্ধাবাস থেকে ফিরে আসবে পরিজনের মাঝে।
টগবগে যৌবন যাঁদের শিরায় ধমনীতে এখন বদলার পারদ স্রোত
তাঁরা নিশচয়ই পরীক্ষায় নকল করা থেকে বিরত থাকবে,
মাদকাসক্তির মধুচন্দ্রিমা থেকে বাস্তবে ফিরে
রুখে দাঁড়াবে সমস্ত অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে।
কাল থেকে ধর্ষণ আর বধূহত্যার শিরোনামে
অলঙ্কৃত হবে না কোনো পত্রিকার প্রথম পাতা,
সব শিশুরাই নিখাদ আনন্দে উল্লাসে হবে স্কুলমুখী।
সত্যিই এরকম অসংখ্য বদলকে শীলমোহর দিয়ে
পুরো ভারতটাই আগামীকাল থেকে–
না না আগামীকাল কেন
আজ থেকেই পুরো পাল্টে যাবে,
যদি আপনাদের বদলার দাবীকে স্বীকৃতি দিয়ে শুরু হয়
আরেকটা যুদ্ধ যুদ্ধ খেলা।
আপনার যদি সত্যিই সত্যিই বদলে ফেলেন নিজেদের,
বদলে দেন দেশটাকে,
তবে আমি কথা দিচ্ছি
আমিও চাইবো বিলাল্লিশটি তরতাজা প্রাণের
প্রতিটি বিন্দুর রক্তের হিসেব।
আমিও শ্লেষ, ব্যঞ্জনা আর উপহাসের সব কৌশল পাল্টে
আপনাদের বদলার স্লোগানের সাথে কন্ঠ মেলাবো,
পায়ে পা মেলাবো রক্ত ভেজা বদলার পথে,
আমার লেখনীর তীব্র ঘৃণা আর প্রতিবাদে লিখবো
বদল নয় বদলার কবিতা।