Site icon আলাপী মন

প্রকৃতির দুঃখ

প্রকৃতির দুঃখ
-অমরেশ কুমার

 

নীল আকাশের নীলের আভা
বাড়াইয়াছে এ প্রকৃতির শোভা
আনিয়াছে প্রাণ বুকে
রাখিয়াছে তাহাদের সুখে
হইয়াছে জননী-জন্মদাতা
তাইতো সবাই কহে , —
প্রকৃতি আমার মাতা ।।

আনিলে যাহার বুকে
রাখিল তাহারা তোমারি দুখে
সুবাস ছড়াতে জ্বালিলে তুমি ধূপ
বুঝিলনা এরা , নষ্ট করিল তোমার রূপ ,
তোমারই খাইয়া , তোমারই পড়িয়া
বানাইল ধ্বংসের কারখানা
নিজ স্বার্থে , নিজ দায়ে
শুনিতেছেনা কেউ তোমারই মানা ।।

ধ্বংসে সামিল হইয়া
জ্বালাইতেছে এরা আগুন
তুমি পুড়িছ , দগ্ধ শরীরে
আর , এরা ভাবিছে বা ! কী দারুন ,
রুগ্ন – মুমূর্ষ শরীর লইয়া
ছুটিছ তুমি মৃত্যুর সহিত ,
মৃত্যুর শেষ ঝড় বহিয়া
আসিছে সৌরপথে নামিয়া ।।

মাগো , যাইবার কালে , সন্তানের ভালে
ক্ষমা করিয়া যেও
সবই তো তোমারই শিশু
আজ হইয়াছে তারা প্রাণ পিপাসু ;
ভুলিয়াছে তারা নিজ উৎস
বাড়াইছে শুধু স্ববংশ ।।

জন্ম লইয়া ধন্য আমি
ধন্য মাগো , হইয়া তোমারই অঙ্গ
থাকিতে যেন পারি মাগো
তোমারি সেবায় মগ্ন
মাগো ! তুমি দিয়াছ আমায় বাসস্থান
বিশ্বের মুখে , আনন্দ সুখে
যেন ; তুলিয়া ধরিতে পারি তোমারই গৌরবমান ।।

Exit mobile version