একান্তে
-অরুণাভ নিয়োগী
ঘন কুয়াশা চিরে কথারা এসেছিল
মেঘেদের সাথে এলোমেলো স্বপ্ন হারিয়েছিল দুটো মন।
পাখিদের ডানাতে হাত রেখে রোদ লিখেছিল যে ভাষা,
সেখানেই পূর্ণচ্ছেদ টেনে গেছে তোমার নীরবতা।
আকাশের নীল মেখে জলের তুলিতে ছবি এঁকেছি
সেখানেই দেওয়ালে দেওয়ালে স্বরলিপিরা কথা বলে
না গাওয়া গানের।
সব গল্পেই তোমাকে হারাতে গেছি
লেখাতে লেখাতে যে গল্প লিখেছি
সেখানেই নিজেকে হারিয়েছি একান্তে
পাতায় পাতায় মলাটে।
খুব ভালো
Bhalo