কথা ও কবিতা

কথা ও কবিতা
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

হৃদয়-ফুসফুসের অলিন্দে থাকা এক দলা কথা
সমস্ত বাঁধা পেরিয়ে যখন খই হয়ে ফোটে
আননগ্রন্থের কৃপায় হয়তো তা কবিতা হয়ে ওঠে।

যদিও কবিতার নাম শুনলেই
আমার হৃদয়ের পায়ে ঘুঙুর বাজে
কিন্তু ফুসফুস উশখুশ করে
খুশখুশে কাশিতে সে জানিয়ে দেয় তীব্র অসন্তোষ
তবু আমি কবিতার যত ফন্দিফিকির,
যত অলিগলি, মায় নিষিদ্ধ পল্লীতক
ঢুঁ মেরে দেখি—
কবিতা হতে কথার আর কত কি.মি. বাকি!

Loading

Leave A Comment