মধ্যরাতের কবি
-শংকর হালদার
মায়াবী কাজল আঁচল মোড়কে মুড়ে
সৃজনের ভাষা খোঁজে মধ্যরাতের কবি ।
নিশীথের সংলাপ, মিছিলের রেষারেষি
প্রকৃতির রদ-বদল,
সাতকথার আর্জিতে কলম নিবের আলিঙ্গন।
সৃজন তরঙ্গ উপচে পড়ে নগ্ন বারান্দায় ,
ঝিঁঝির আর্তনাদ, তমসার বৈরাগ্য চেতনার উম্মেষ ,
গা ভাষায় কলমের কালির বমিতে ।
যামিনীর উদযাপন, তন্দ্রার অঞ্জলি লেখনির ভূমিতে ,
একে একে জন্ম নেয় মধ্যরাতে কবির হাত ধরে ।
ভালো খবিক