দুর্নীতিতে ভরা পৃথিবী

দুর্নীতিতে ভরা পৃথিবী
-সোমা বৈদ্য

 

দুর্নীতিতে ভরা এই পৃথিবী মাংসাশী
নরপশুর ছোবলে উদ্ধত কিশোরীর শরীর,
আজও পুরুষ শাষিত সমাজে নিরীহ নারী পদদলিত।
ভোরের মিষ্টি বাসন্তী হাওয়া সেথায় আজ’ও প্রেমহীন,
নববধূ সাঝে আজ আর সন্ধ্যাদীপ জ্বালে না কেউ।
কতদিন যে মুক্ত বাতাস বয় না ওঠে
না শুকতারা আকাশের বুকে,
নির্বিকার দু’টি চোখের আড়ালে ক্ষত-বিক্ষত জীর্ণ শরীর।
কর্ণ কুহূরে ভেসে আসে আজও পরাজয়ের ধ্বনি,
স্বাধীন মাতৃভূমিতে লেগেছে অসহায়
নির্দোষ মানুষের রক্তের ছাপ কলঙ্কিত হচ্ছে এই মাতৃভুমি।
লজ্জাই নতশির এই বুঝি পাপের
কু-ফল দিনরজনী কাটে নিদ্রাহীন স্বপ্নহীন,
শেষ কি হবে এই দুর্নীতি চাতুরীদের সংকট
পরাজিত কি হবে জীবনের গ্লানি।

Loading

2 thoughts on “দুর্নীতিতে ভরা পৃথিবী

  1. খুব সুন্দর একটা কবিতা সোমা

Leave A Comment