হিসেব
-তপন কুমার মাজি
কর্ষিত হচ্ছে মানবমাটি লক্ষ লক্ষ বুলেটে,
বারুদবীজ হচ্ছে বোনা মগজের গিঁঠে গিঁঠে !
আসছে টাকা হাওয়ায় ভেসে,
উড়ছে টাকা হাওয়ায়,
মাটি কামড়াচ্ছে ভুখা মানুষ
চরমতম ক্ষিধায় !
পাল্টে যাওয়ার সংবিধানে যাচ্ছে পাল্টে
ক্ষমতার সীমারেখা,
ঘুর্ণায়মান পৃথিবীর সাথে ঘুরে যাচ্ছে
ইতিহাসেরও চাকা!
ঘুরতে ঘুরতে সুতোটা যেদিন হয়ে যাবে ঢিলে,
সেদিন টুকরো টুকরো হয়ে যাবে সবই হিসেবের গরমিলে!