কবিতা

ছন্দ পতন

ছন্দ পতন

-অমল দাস

 

যে শব্দগুলো ছড়িয়ে ছিটিয়ে সুনামিতে গেছে ভেসে,

সে শব্দ আর স্বরলিপি নিয়ে ফিরবে না!

ফিরবে না আর জল ঝরে যাওয়া মেঘ

মাইলস্টোনে লেখা হবে না প্রাচীন শিলালেখ।

 

যে পাতাটি বৃন্ত সমেত পথের উপর মূর্ছে পড়ে,

সে পাতাটি সতেজ হতে পারবে না!

পারবে না কেউ মৃতদেহে অমৃত ঢেলে দিতে

মাংসাশীরা তৎপর সদা নিষ্পাপ গিলে নিতে।

 

যে শিলাটির ভাঙছে হৃদয় টুকরো নুড়ি রূপে,

সে শিলা তো বুক চিতিয়ে থাকবে না!  

থাকবে না কথার রেশ যা মিথ্যে সুতোয় গাঁথা 

অহংকারের আস্তরণে লুপ্তপ্রায় আত্মিক গভীরতা।

 

যে বিহগা মুক্তাকাশে মেলেছে স্বাধীন ডানা,

নিশান খুঁজে এ পথে আর আসবে না!

আসবে না যা শেষের পথে সমাজ অবক্ষয়ে

কোটিজন মূক-বধির তুচ্ছ প্রতিহিংসার ভয়ে।

 

যে তারাগুলি খসে গেছে শ্বাস ফেলেছে পিছে,

সে অভাগা আর নবীনালো দেখবে না!

দেখবে না বিছানায় চির নিভে যাওয়া চোখ

রেনেসাঁস কাঁধে, হুঙ্কার দেবে না নব লোক।  

 

যে নদীটি ব্যথার পলি সয়ে হারিয়ে ফেলেছে বেগ,

সৃষ্টির সেই দিনের ছন্দে সে মাতবে না!

মাতবে না সে আনন্দে যার অন্তরে শোক কাটা

‘একলা চলো’ মিথ্যে শ্রুতি একলা যায় না হাঁটা!  

 

 

 

 

 

Loading

12 Comments

Leave A Comment

You cannot copy content of this page