Site icon আলাপী মন

বিষাক্ত সমাজ

বিষাক্ত সমাজ
-সোম

 

কর্মরত এই সমাজের মানুষ ,
বহু কর্মের সহিত জড়িয়ে
নেই তাদের কোন হুস l
সত্যকে মিথ্যা করে ,
কালো হাত ভরে নেয় তারা ঘুষ l
সু-বুদ্ধিতে পিছিয়ে তারা ,
কু-বুদ্ধিতে বহু দূর l
পরনে সুবেশ তাদের ,
স্বরনের মনে শূর l
তোমাকে উপকার করার ,
হৃদয়ে নেই কোন আনন্দের খুস l
তাই বলে অপকারে পিছুপা নয় ,
এই সমাজের মানুষ।
স্বার্থের তাগিদে তাদের
থাকে না কোন জ্ঞান হুঁশ
তাই কোন জঘন্য কাজ করিতে পিছু নয় ,
এই সমাজের মানুষ।
ভাবছে তারা –আজকের আমরা,
স্বর্গ হতে ঈশ্বরের পাঠানো দূত
এই অত্যাচারের অত্যাচারিতে —
স্তব্ধ করেছে কত মায়ের
কোলের পুত !
“এই সমাজের মানুষ “

Exit mobile version