হোলি
-পারমিতা ভট্টাচার্য
আজই আবীর দিয়ে রাঙাই তোমার মন
ও আমার শেষ পারানির ধন,
কোথায় রাখি তোমায় আজই
পলাশ ফুলের মালায় সাজি,
চোখের থেকে চোখ হয়েছে হারা,
তোমার হৃদয় হতে আমার মনে
বইছে প্রেমের ধারা।
সবার মাঝে রঙের হোলি
এসো আজ আবীর খেলি,
আজই আকাশ বাতাস ফাগুয়ায় মাতোয়ারা….
এসো আজ হই সবাই দুঃখ হারা।
কৃষ্ণচূড়ার রং নিয়ে আজ
আকাশ হলো লাল,
রঙের খেলায় মাতি এসো,
আজই এই বসন্তের সকাল….
রঙের ছোঁয়ায় পূণ্য হোক মন
তোমার আমার, প্রেমের অটুট বন্ধন॥